বাসস দেশ-২১ : মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ চত্বরে বৃক্ষ রোপণ

96

বাসস দেশ-২১
সংসদ চত্বর-বৃক্ষ রোপণ
মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ চত্বরে বৃক্ষ রোপণ
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপণ অব্যাহত রয়েছে।
এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসাবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় সংসদ ভবন চত্বরে আজ বৃক্ষ চারা রোপণ করেন শরিফুর ইসলাম জিন্নাহ এমপি এবং মোছাঃ শামীমা আক্তার খানম এমপি।
বৃক্ষরোপন শেষে শরিফুর ইসলাম জিন্নাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর জন্মশতবার্ষিকীতে সারা দেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে স্বাগত জানান। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি প্রভাব পড়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ গঠন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক বলে তিনি মত প্রকাশ করেন। এছাড়াও তিনি দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রসংশা করেন।
শামিমা আক্তার খানম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন রাস্তায় গাছ লাগিছেন এবং নিয়মিত পরিচর্যা করার প্রক্রিয়া অব্যাহত আছে বলে তিনি জানান। দেশের প্রতিটি অঞ্চলে গাছ লাগানোর কার্যক্রম সম্প্রসারণ করে দুই থেকে আড়াই কোটি গাছ লাগানোর প্রয়োজন বলে তিনি মনে করেন।
বাসস/সবি/এমআর/১৭৪৫/-কেকে