পিরোজপুরের বিভিন্ন নদ নদীতে ইলিশ আহরণ বন্ধ

174

পিরোজপুর , ১৪ অক্টোবর, ২০২০ (বাসস): ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের বিভিন্ন নদ-নদীতে আজ থেকে শুরু হয়ে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ আহরণ বন্ধ থাকবে।
এ সময় জেলেদের সহায়তা করার জন্য জেলার ১৭ হাজার জেলের মাঝে ৩৪০ মেঃ টন চাল বিতরণ করা হবে। প্রত্যেক জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হবে। পিরোজপুর সদর উপজেলার ২ হাজার ২শত জন জেলেকে দেয়া হবে ৪৪ মে: টন চাল। নেছারাবাদে ২ হাজার ৪শত জনকে দেয়া হবে ৪৪ মে: টন, ইন্দুরকানীতে ১ হাজার ৪শত ৬৫ জনকে দেয়া হবে ২৯.৩ মে: টন। মঠবাড়িয়ায় ৪ হাজার ৪শত ৪৫ জনকে দেয়া হবে ৮৮.৯ মে: টন, নাজিরপুরে ২ হাজার ১শত ৭০ জনকে দেয়া হবে ৪৩.৪ মে:টন । ভান্ডারিয়ায় ২ হাজার ৬শত ৭০ জনকে দেয়া হবে ৫৩.৪ মে: টন এবং কাউখালীতে ১ হাজার ৬শত ৫০ জনকে দেয়া হবে ৩৩ মে: টন চাল। উল্লেখ্য পেটে ডিম ভরা ইলিশ ডিম ছাড়তে সাগর থেকে অনেক পথ অতিক্রম করে এসে মিঠে পানির নদ-নদীতে অবস্থান নেয় বিধায় চলতি মাসের ১৪ তারিখ থেকে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। জেলা মৎস্য অফিসার আব্দুল বারী জানান গত কয়েক বছর ধরে বর্তমান সরকার জাটকা নিধন বন্ধ এবং প্রতি বছর একটি নির্দিষ্ট সময় ডিম ভরা ইলিশ আহরণ নিষিদ্ধ করায় পিরোজপুরসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ইলিশের উৎপাদন রেকর্ড পরিমাণ বেড়েছে। পিরোজপুরের বিভিন্ন হাট বাজারে এ মৌসুমে প্রচুর পরিমাণে ইলিশের আমদানী সকলের নজর কেড়েছে এবং মূল্যও সহনীয় পর্যায়ে থাকায় সাধারণ মানুষ ইলিশ ক্রয় করতে পেরেছে। ইলিশের আমদানী বেশী থাকায় বাজারে অন্যান্য মাছের দাম তুলনামূলকভাবে কম ছিল।