বড় জয় বাংলাদেশ ‘এ’ দলের

231

ডাবলিন, ৪ আগস্ট ২০১৮ (বাসস) : আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিলো বাংলাদেশ ‘এ’ দল। গতরাতে সফরের দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড ‘এ’ দলকে। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টির কারনে প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়েছিলো।
ডাবলিনের ওকহিল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথম ব্যাট করতে নেমেছিলো বাংলাদেশ ‘এ’ দল। জাকির হাসানের ৯২, ফজলে মাহমুদের ৫৩ ও আল-আমিনে ৪৭, সাইফের ৩৭ ও অধিনায়ক মোমিনুলের ২৩ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান করে বাংলাদেশ ‘এ’ দল। আয়ারল্যান্ড ‘এ’ দলের চেজ ও কেন ৩টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ৪৬ দশমিক ৩ ওভারে ২০২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে কেন ৪৯ ও গেটকেট ৩৮ রান করেন। বাংলাদেশের শরিফুল ৩টি, খালেদ-সানজামুল ২টি করে উইকেট নেন।
আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।