বাজিস-৯ : করোনা মোকাবেলায় নড়াইল ও পটুয়াখালীতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

311

বাজিস-৯
কর্মপরিকল্পনা সভা-নড়াইল-পটুয়াখালী
করোনা মোকাবেলায় নড়াইল ও পটুয়াখালীতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৩ অক্টোবর ২০২০ (বাসস): আসন্ন শীতে করোনা ভাইরাস (কোভিড-১৯)- এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমন মোকাবেলার লক্ষ্যে আজ মঙ্গলবার নড়াইল ও পটুয়াখালী জেলায় কর্মপরিকল্পনা সভা হয়েছে।
বাসস-এর নড়াইল সংবাদদাতা জানান, জেলায় আসন্ন শীতে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমন মোকাবেলার লক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।
সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, নড়াইল আধুনিক সদর হাসপাতালের সুপার ডা. মো. আব্দুর শাকুর, নড়াইল পৌরসভার সচিব আব্দুল ওহাব প্রমুখ।
বাসস-এর পটুয়াখালী সংবাদদাতা জানান, করোনা ভাইরাস এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমন মোকাবেলায় মঙ্গলবার জেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, পৌর কাউন্সিল দেলোয়ার হেসেন আকন প্রমুখ।
বাসস/সংবাদদাতা/২২০০/এমকে