বাসস দেশ-৩৮ : অবৈধ ক্যাবল অপসারণে ডিএসসিসির ৪ ভ্রাম্যমাণ আদালত

306

বাসস দেশ-৩৮
ডিএসসিসি-অভিযান
অবৈধ ক্যাবল অপসারণে ডিএসসিসির ৪ ভ্রাম্যমাণ আদালত
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২০ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আজ অবৈধ ক্যাবল সংযোগ অপসারণে অভিযান পরিচালনা করেছে কর্পোরেশনের চারটি ভ্রাম্যমাণ আদালত।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সদরঘাট এলাকায় অবৈধ ক্যাবল অপসারণে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৯০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করা হয়। অবৈধ ক্যাবল অপসারণের পরে আদালত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটে অবস্থিত ঝুঁকিপূর্ণ দু’টি যাত্রী ছাউনী উচ্ছেদ করে এবং উচ্ছেদকৃত মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ হাজার টাকায় বিক্রি করে।
এছাড়া করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ ১৫ নম্বর ওয়ার্ডের সাত মসজিদ রোডে অবৈধ ক্যাবল অপসারণ করেন। এ সময় তিনি প্রায় ১ হাজার ৫০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন। একই সময়ে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় হতে আল রাজ্জাক হোটেল পর্যন্ত ৪০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল থেকে অবৈধ কেবল অপসারণ করেন।
এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সুত্রাপুর কমিউনিটি সেন্টার অংশে রাস্তার দু’পাশে প্রায় ৬০০ মিটার অংশ হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।
সব মিলিয়ে কর্পোরেশনের চারটি ভ্রাম্যমাণ আদালত আজ প্রায় ৩ হাজার ৪০০ মিটার দূরত্বে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করে।
বাসস/সবি/এমএসএইচ/২১২০/এএএ