বাসস ক্রীড়া-১৭ : ভিডিও দেখে বয়সভিত্তিক দল বাছাই করবে বিসিবি

216

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বয়সভিত্তিক দল
ভিডিও দেখে বয়সভিত্তিক দল বাছাই করবে বিসিবি
ঢাকা, ১৩ অক্টোবর ২০২০ (বাসস) : কিছুটা ভিন্ন উপায়ে বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের ক্রিকেটের শীর্ষস্থানীয় সংস্থাটি, করোনাভাইরাসের মহামারীর কারনে জনসমাগম এড়াতে ভিডিও দেখে খেলোয়াড় নির্বাচন করবে।
কেউ যদি জেলা এবং ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৪, ১৬ এবং ১৭ স্তরে প্রাথমিক নির্বাচনে অংশ নিতে চায় তবে তাদের নিজেদের ভিডিও রেকর্ড করতে হবে।
এটি জেলার নির্দিষ্ট বয়স ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেরণ করতে হবে। অথবা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর বা জেলা এবং বিভাগীয় ক্রিকেট কোচের ই-মেইল পাঠাতে হবে।
কিভাবে রেকর্ডিং করতে হবে, সেটিও নির্দিষ্ট করে দিয়েছে। একজন ব্যাটসম্যানের জন্য বোলিংএর শেষ থেকে ক্যামারাটি ধরতে হবে। বোলারকেও তার ভিন্ন অ্যাঙ্গেল থেকে তার বোলিং রেকর্ড করতে হবে। বোলারের জন্য সামনে ও পেছন থেকেও রেকর্ড করতে হবে।
ভিডিওর একটি ডেমো নিজেদের নিজেদের অফিসিয়াল ফেসবুকে (https://www.facebook.com/bcbtigercricket/) আপলোড দিয়েছে বিসিবি। সেখান থেকে ভিডিও দেখে ভিডিও তৈরি নিয়ম সর্ম্পকে জানতে তরুন ক্রিকেটারদের বলা হয়েছে।
বাসস/এএমটি/২০১০/স্বব