বাসস দেশ-২৪ : ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে অধ্যাদেশে জাসদের সন্তোষ

101

বাসস দেশ-২৪
জাসদ- অধ্যাদেশ
ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে অধ্যাদেশে জাসদের সন্তোষ
ঢাকা, ১৩ অক্টোবর , ২০২০ (বাসস) : মন্ত্রীসভায় ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যদন্ড ও ১৮০দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার বিধান রেখে নতুন আইন পাশ এবং রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারির ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক বিবৃতিতেন্তোাষ প্রকাশের কথা বলেন এবং এজন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তারা নতুন আইনের কঠোর প্রয়োগ এবং পুলিশকে এই আইনের প্রয়োগে সচেতন ও সংবেদনশীল করার জন্য সরকারের প্রতি আহবান জানান। একইসাথে ধর্ষণসহ নারীর প্রতি সকল ধরণের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন জারি রাখার জন্য দেশের বিবেকবান ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের প্রতি আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দ ধর্ষক, নির্যাতক, অপরাধীদের রাজনৈতিক দলের ছাতার নিচ থেকে বের করে দেয়া ও সামাজিকভাবে বর্জনের কখাও বলেন।
বাসস/সবি/কেসি/১৯০৬/কেকে