বাসস ক্রীড়া-১১ : ১০৩ রানে অলআউট তামিমরা

103

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-প্রেসিডেন্টস কাপ
১০৩ রানে অলআউট তামিমরা
ঢাকা, ১৩ অক্টোবর ২০২০ (বাসস) : বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ২৩ দশমিক ১ ওভারে ১০৩ রানে অলআউট হয়েছে তামিম একাদশ। এর আগে টস জিতে প্রথমে তামিম একাদশকে ব্যাটিংএ পাঠায় মাহমুদুল্লাহ একাদশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে দ্বিতীয় ওভারেই বিদায় নেন তামিম একাদশের অধিনায়ক তামিম ইকবাল। ২ রান করে পেসার রুবেল হোসেনের বলে লেগ বিফোর হন তিনি।
এরপর তৃতীয় ওভারে বৃষ্টির কারনে বন্ধ হয়ে যায় খেলা। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকলে, ম্যাচের দৈর্ঘ্য ৪৭ ওভারে নামিয়ে আনা হয় হয়।
খেলা শুরুর পর দলের স্কোরকে ধীরে ধীরে বড় করছিলেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। কিন্তু এক জুটিতে বড় হবার আগেই ভাঙ্গেন রুবেল। ১৮ বলে ৩টি চারে ২৭ রান করা তামিমকে (জুনিয়র) বিদায় দেন রুবেল।
তামিমের (জুনিয়র) বিদায়ের পর মিনি ধস নামে তামিম একাদশে। মাহমুদুল্লাহ একাদশের বোলারদের তোপে ১০৩ রানেই গুটিয়ে যায় তামিমের একাদশ।
তামিমের (জুনিয়র) পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ বলে ২৫ রান করেন বিজয়। এছাড়া শেখ মেহেদি হাসান ১৯ ও মোহাম্মদ সাইফুদ্দিন ১২ রান করেন।
মাহমুদুল্লাহ একাদশের রুবেল-সুমন ৩টি করে, মেহেদি হাসান মিরাজ-আমিনুল ইসলাম বিপ্লব ২টি করে উইকেট নেন।
স্কোর কার্ড :
তামিম একাদশ : ১০৩/১০, ২৩.১ ওভার (তামিম (জুনিয়র) ২৭, বিজয় ২৫, মেহেদি ১৯, রুবেল ৩/১৬)।
মাহমুদুল্লাহ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম শেখ, লিটন দাস, ইমরুল কায়েস, মোমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান ও রুবেল হোসেন।
তামিম একাদশ : তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফুউদ্দিন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাসস/এএমটি/১৮৩৫/স্বব