বাসস দেশ-৭ : রশীদ হায়দার এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

138

বাসস দেশ-৭
খালিদ-শোক-হায়দার
রশীদ হায়দার এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২০ (বাসস): সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রশীদ হায়দার ছিলেন বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি গল্প-উপন্যাস-নাটক-অনুবাদ-নিবন্ধ-স্মৃতিকথা ও সম্পাদনা সব মিলিয়ে ৭০ এর অধিক বই রচনা করেছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় তাঁর অবদান অসামান্য। তাঁর মৃত্যু বাংলা কথাসাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি।
রশীদ হায়দার আজ রাজধানীর নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
বাসস/সবি/কেসি/১৪২৫/-আসাচৌ