বরগুনায় ২১টি আগ্নেয় অস্ত্র উদ্ধার

370

বরগুনা, ১৩ অক্টোবর, ২০২০ (বাসস): জেলার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী ও বলেশ্বর নদের মোহনায় লালদিয়ার চর এলাকায় মঙ্গলবার ভোররাতে মাছধরা ট্রলারে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা ২১টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতের অভিযানে ট্রলারে মাছের কর্কসিটের ভেতর থেকে ৭টি দেশী পিস্তল, ১৪টি একনলা বন্দুক (পাইপগান) ও ১০টি ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয় টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। ট্রলারটি জব্দ করা হয়েছে। কোস্টগার্ড ধারনা করছে, কোন ডাকাত দল ডাকাতি করার জন্যই প্রস্তুত হচ্ছিল।
জব্দ ট্রলার ও উদ্ধার হওয়া অস্ত্র মঙ্গলবার পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।