বাসস দেশ-৩৬ : ইউনাইটেড ইসলামী পার্টি বৌদ্ধ ভিক্ষু শরনংকরের গ্রেপ্তারের দাবি জানিয়েছে

192

বাসস দেশ-৩৬
প্রতিবাদ-মানববন্ধন
ইউনাইটেড ইসলামী পার্টি বৌদ্ধ ভিক্ষু শরনংকরের গ্রেপ্তারের দাবি জানিয়েছে
ঢাকা, ১২ অক্টোবর, ২০২০ (বাসস) : বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি (ইউআইপি)’র নেতারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ফলহারিয়া গ্রামে অবৈধভাবে বিশাল বনাঞ্চল এবং একটি প্রাচীন হিন্দু শ্মশান দখল করার অভিযোগে বৌদ্ধ ভিক্ষু শরনংকর থেরোকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।
ইউআইপি চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন শরণংকরকে ‘ভন্ড, প্রতারক, মিথ্যাবাদী ও ভূমি দখলকারী’ হিসাবে অভিহিত করে অভিযোগ করেছেন যে, শরনংকর কেবল অন্যান্য ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন তা নয়, রাঙ্গুনিয়ার ফলহারিয়া গ্রামে প্রাচীন হিন্দু শ্মশানসহ সেখানকার একশ একর বনভূমিও দখল করেছেন।
ইউআইপি চেয়ারম্যান বলেন, ‘আমরা এই জাতীয় অপরাধ করার জন্য তার তাৎক্ষণিক গ্রেপ্তার, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ইউআইপির যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ও মাওলানা হারুন রশিদ, ইউআইপি নেতা মাওলানা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মাওলানা মুফতি সাইফুল্লাহ সাদী, হাফেজ মাওলানা মুফতি বশির উদ্দিন, মাওলানা মুফতি মনিরুজ্জামান, মাওলানা মো. আবদুর রাজ্জাক, মাওলানা মো. জহিরুল ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।
তারা বলেছেন, শরনংকর সাম্প্রদায়িকক সম্প্রীতি নষ্ট করতে অন্য ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক ভিডিও বার্তা এবং বক্তৃতা প্রায়ই করে আসছেন।
বাসস/সবি/ কেসি/অনু-এমএন/২১১০/-আরজি