বাসস ক্রীড়া-১১ : মেসির পর বার্সায় দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান টের স্টেগান!

170

বাসস ক্রীড়া-১১
ফুটবল-বার্সা-টের স্টেগান
মেসির পর বার্সায় দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান টের স্টেগান!
মাদ্রিদ, ১২ অক্টোবর ২০২০ (বাসস) : বার্ষিক বেতন চাহিদা থেকে ২৪ মিলিয়ন ইউরো কমিয়ে দেয়া সত্বেও মেসির পর বার্সেলোনার দ্বিতীয় সর্বাধিক বেতন গ্রহনকারীর আসনে থাকতে চান মার্স-আন্দ্রে টের স্টেগান। নিজের বেতন চাহিদা থেকে ২৪ মিলিয়ন ইউরো কমানোর বিষয়ে সম্মত হয়েছেন তিনি।
জার্মান এই আন্তর্জাতিক তারকার সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ২০২২ সালের গ্রীষ্মে। তবে প্রথম পছন্দের এই গোল রক্ষককে নতুন চুক্তির আওতায় আনতে চায় কাতালান জায়ান্টরা। ক্লাবটিতে ২০২৫ সাল পর্যন্ত থেকে যেতে রাজি আছেন টের স্টেগান। তবে এ বিষয়ে চুড়ান্ত চুক্তির বেতন কাঠামো এখনো ঠিক করা হয়নি।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯৩৫/স্বব