আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী : কাজী সালাহউদ্দিন

266

ঢাকা, ১২ অক্টোবর, ২০২০ (বাসস) : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী, কারণ তিনি দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন।
তিনি আজ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেত গিয়ে বলেন,‘ আমরা বাফুফে নির্বাচনে জয়ী গোটা কমিটি আজ এখানে এসেছি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। আজ যে আমরা বাফুফের সভাপতি বা সদস্য নির্বাচিত হয়েছি, এটি বঙ্গবন্ধুর সেরা উপহার। কারণ দেশ যদি স্বাধীন না হতো তাহলে আমরা এই সুযোগ পেতাম না।’
সালাহউদ্দিন বলেন,‘ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন দেশের নাগরিক হবার সুবাদে আমরা বাফুফের কার্যনির্বাহী কমিটির সভাপতি, সহ সভাপতি এবং নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরেছি। আপনারা দেখছেন যে গত ১০ বছর ধরে আমি দক্ষিন পুর্ব এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ) সভাপতির দায়িত্ব পালন করছি। আর এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছিলেন বিধায়।’
নবনির্বাচিত কমিটির সদস্যরা এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এই নিয়ে টানা চতুর্থবারের মত বাফুফের সভাপতি নির্বাচিত হওয়া সালাহউদ্দিন আরো বলেন, বঙ্গবন্ধু যদি এই দেশকে স্বাধীন না করতেন তাহলে আজ আমরা কোথায় বসবাস করতাম জানিনা।
বাফুফের সিনিয় সহ-সভাপতি ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন। তার কারণেই আমরা লাল-সবুজ পতাকা পেয়েছি। তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা ধানমন্ডীর এই ৩২ নম্বর রোডে এসেছি।’
তিনি বলেন, তিনি এখানে এসেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন মুর্শেদী।