সক্ষমতা বৃদ্ধি, চ্যালেঞ্জসমূহ বিষয়ে বিএসএমএমইউয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

196

ঢাকা, ১২ অক্টোবর, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)গবেষণা সক্ষমতা বৃদ্ধি ও চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ডা. মিল্টন হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরী সহায়তায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিস বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান,উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম,কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানপ্রমুখ।