বাসস ক্রীড়া-৩ : মার্শালের দিকে নজর নেই বায়ার্নের

193

বাসস ক্রীড়া-৩
ফুটবল-রুমেনিগে
মার্শালের দিকে নজর নেই বায়ার্নের
বার্লিন, ৪ আগস্ট ২০১৮ (বাসস) : দলবদলের বাজারে বায়ার্ন মিউনিখের নজর এন্থনী মার্শালের উপর নেই বলে নিশ্চিত করেছেন ক্লাবের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে।
ম্যানচেস্টার ইউনাইটেডে সাম্প্রতীক সময়টা মোটেই ভাল যাচ্ছেনা মার্শালের। জানুয়ারিতে এ্যালেক্সিস সানচেজের আগমনের পরে গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র পাঁচটি ম্যাচে মূল একাদশে জায়গা পেয়েছিলেন মার্শাল। সে কারণে চলতি গ্রীষ্মে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সাবেক এই মোনাকো তারকাকে নিয়ে বায়ার্নের আগ্রহের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন রুমেনিগে। তিনি বলেন, ‘আমাদের দলে চারজন উইঙ্গার আছে : ফ্র্যাংক রিবেরি, আরিয়েন রবেন, কিংসলে কোম্যান ও সার্জি গানাব্রি। এছাড়া জানুয়ারিতে আলফোনসো ডেভিসও দলে যোগ দিয়েছেন। অতিরিক্ত খেলোয়াড় নেবার প্রশ্নই আসেনা। এটা কোচের জন্য সমস্যা তৈরি করে।’
এবারের বিশ^কাপে ফ্রেঞ্চ দল থেকে বাদ পড়েছিলেন মার্শাল। ২২ বছর বয়সী এই উইঙ্গার ছেলের জন্মের কারণে ইউনাইটেডের প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন। সময়মত দলে ফিরে না আসায় ইউনাইটেড বস হোসে মরিনহো তার উপর বেশ ক্ষুব্ধ হয়েছেন। যদিও টুইটারে এজন্য ক্ষমা প্রার্থনা করে মার্শাল লিখেছেন, ‘এজন্য আমি দুঃখিত, কিন্তু আমার কাছে সবসময়ই পরিবার আগে।’
বাসস/নীহা/১০০০/স্বব