বাসস দেশ-৩৫ : অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক

208

বাসস দেশ-৩৫
বিএসএমএমইউ-শোক
অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক
ঢাকা,১১ অক্টোবর,২০২০(বাসস): ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় উপাচার্য বলেন,একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের অভাব পূরণ হওয়ার নয়। চিকিৎসা শিক্ষা,সার্জারি বিষয়ের উন্নয়ন,ফ্যামিলি মেডিসিন চালুসহ বিভিন্ন বিষয়ে তিনি গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন। বাঙালি জাতি তাঁর এই অবদান চিরদিন স্মরণে করবে।
উল্লেখ্য,শল্যচিকিৎসক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম আজ আনুমানিক সকাল ৯টা ১৫ মিনিটে করোনা ভাইরাস সংক্রমণে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর।
মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/সবি/এসএস/২০৩০/কেকে