পুনরায় সান্তোষে যোগ দিয়েছেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রবিনহো

246

সাও পাওলো, ১১ অক্টোবর ২০২০ (বাসস/এএফপি): পুনরায় বাল্যকালের ক্লাব সান্তোষে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার রবিনহো। ২১ বছর বয়সে তিনি ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। এরপর তিনি ম্যানচেস্টার সিটি ও এসি মিলানে পেশাদার ফুটবল খেলেছেন।
মাসে মাত্র ২৩০ ইউরোর নামমাত্র মুল্যে ৫ মাসের জন্য শৈশবের ক্লাবে ফিরে এসেছেন ৩৬ বছর বয়সি এই ফুটবল তারকা। তবে সবকিছু ভালভাবে চললে বোনাস ও চুক্তি বাড়াতে পারবেন রবিনহো।
তিনি বলেন,‘ এটি সব সময় আমার ঘরের মত। এখানে ফিরতে পারাটা আমার কাছে বিশেষ কিছু। এখানেই আমার ক্যারিয়ারের শুরু।’ তিনি বর্তমানে ইতালীর ফেরারি আসামী। ২০১৭ সালে একটি ধর্ষন মামলায় ইতালীর আদালতে তার সাজা হয়েছে। যে কারণে জেল থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
২০০৬ সালে রিয়াল মাদ্রিদে চুক্তিবদ্ধ হবার আগে নেইমার ও পেলের মত তিনিও দর্শক মাতিয়েছেন রিওতে। অসাধারণ প্রতিভার অধিকারী এই সেন্টার ফরোয়ার্ড রিয়াল ও মিলানের হয়ে লীগ শিরোপা জয় করেছেন। ব্রাজিলের হয়ে শতবার আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবল তারকা জয় করেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপাও।