রোড কাটিং ফি বাবদ প্রাপ্ত অর্থ কোষাগারে জমা না হওয়ার বিষয় তদন্তে সব-কমিটি গঠন

183

ঢাকা, ১১ অক্টোবর, ২০২০ (বাসস): জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত কমিটির সভায় রোড কাটিং ফি বাবদ প্রাপ্ত ৬৩ লাখ ৫১ হাজার ৭৪৪ টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ার বিষয়ে তদন্তে সাব-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
এই সাব-কমিটিকে পরবর্তী বৈঠকে আপত্তির প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা জানাতে বলা হয়। এছাড়াও রোড কাটিং ফি বাবদ প্রাপ্ত অর্থ যা ব্যাংকে জমা আছে তা অতিদ্রুত সরকারি কোষাগারে জমা দিতে সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম, মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়শা খান এবং মোঃ জাহিদুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় অডিট আপত্তি সংশ্লিষ্ট অনিয়ম, অবৈধতা ও বিধি-বিধান লঙ্ঘনের ফলে সৃষ্ট যে ক্ষতি সাধিত হয়েছে বা হয় তার প্রভাব ও দায়-দায়িত্ব উল্লেখপূর্বক কমিটিকে অবহিত করতে সুপারিশ করা হয়।
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।