বাজিস-৭ : চুয়াডাঙ্গায় ট্রেনে ধাক্কা লেগে ১ জনের মৃত্যু

312

বাজিস-৭
চুয়াডাঙ্গা-মৃতু
চুয়াডাঙ্গায় ট্রেনে ধাক্কা লেগে ১ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা, ৩ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে পূর্ব দিকে ট্রেনে ধাক্কা লেগে মানিক (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । শুক্রবার সকাল ৯ টার দিকে খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ আন্তঃনগর এক্সপ্রেসে উথলী রেল স্টেশন ও আনছার বাড়িয়া রেল স্টেশন এর মাঝামাঝি ফাঁকা পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । পরে সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এলাকাবাসী জানান, নিহত মানিকের পিতা দর্শনার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর থানার অর্ন্তগত আকন্দবাড়ীয়া ফার্মপাড়ায় ঘরজামাই হিসেরে বসবাস করতো। কিছুদিন পূর্বে মানিক ট্রেনে আসার সময় পাকশীর হার্ডিঞ্জ ব্রীজের সাথে দুর্ঘটনায় স্মৃতি শক্তি হারায়। তারপর থেকেই সে অনেকটা ভবঘুরের মতো ঘুরে বেড়াত। গতকাল সর্বশেষ ট্রেনে ধাক্কা লেগে তার করুণ মৃত্যু হলো।
বাসস/ সংবাদদাতা/২০১৫/মরপা