বাসস ক্রীড়া-৬ : আইপিএল: কোহলির ব্যাটিংএর কাছে হারলো ধোনির চেন্নাই

89

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-আইপিএল
কোহলির ব্যাটিংএর কাছে হারলো ধোনির চেন্নাই
দুবাই, ১১ অক্টোবর ২০২০ (বাসস) : অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ২৫তম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলির অপরাজিত ৯০ রানের কল্যাণে ব্যাঙ্গালুরু ৩৭ রানে হারিয়েছে চেন্নাইকে।
দুবাইয়ে গতরাতে টস জিতে প্রথমে ব্যাটি বেছে নেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি। শুরুটা ভালো না হলেও, দেভদূত পাডিক্কালকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগ করেন কোহলি। দেভদূত ৩৩ রানে থামলেও, এক প্রান্ত আগলে ব্যাঙ্গালুরুকে লড়াই করার সংগ্রহ এনে দিয়েছেন কোহলি।
ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন কোহলি। ৫২ বলে ৪টি করে চার-ছক্কায় অপরাজিত ৯০ রান করেন তিনি। ফলে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।
১৭০ রানের টার্গেটে আবারো চেন্নাইয়ের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান করে ম্যাচ হারে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আম্বাতি রাইদু। ব্যাঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকার পেসার ক্রিস মরিস ১৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন কোহলি।
এই জয়ে ৬ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠলো ব্যাঙ্গালুরু। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে চেন্নাই।
বাসস/এএমটি/১৫১৫/স্বব