বাসস দেশ-১ : অতিরিক্ত এটর্নি জেনারেল মমতাজ উদ্দিনের পদত্যাগ

128

বাসস দেশ-১
আইন কর্মকর্তা – পদত্যাগ
অতিরিক্ত এটর্নি জেনারেল মমতাজ উদ্দিনের পদত্যাগ
ঢাকা, ১১ অক্টোবর ২০২০ (বাসস) : অতিরিক্ত এটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন এডভোকেট মমতাজ উদ্দিন ফকির।
রোববার ১১ অক্টোবর সকালে তিনি সাংবাদিকদের বলেন, পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছি। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান তিনি।
মমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ১ জুলাই অতিরিক্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পান। ২০০১-২০০২ ইং সালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি। তিনি ১৯৮৮ সালের আগস্টে হাইকোটের ও ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
মমতাজ উদ্দিন ফকিরের জন্ম ১৯৬১ সালে কিশোরগঞ্জের অষ্টবর্গ গ্রামে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর নতুন এটর্নি জেনারেল হিসেবে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর এটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেছেন।
বাসস/এএসজি /ডিএ/১১৪৫/অমি