নড়াইল প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বই বিতরণ

275

নড়াইল, ১১ অক্টোবর, ২০২০ (বাসস) : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে নড়াইল প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, সাংবাদিকতার নীতিমালাসহ বিভিন্ন বিষয়ের ৩৭টি বই বিতরণ করেছে। রোববার সকাল ১০টায় নড়াইল প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ করা হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ভার্চুয়াল মিটিং-এ যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ্ আলম,নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু।
এ সময় নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সহ-সভাপতি এম মুনীর চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশ প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনীতি, স্মৃতি ৭১, কারাগারের রোজনামচা, বাংলা ও বাঙ্গালীর ইতিহাস, বঙ্গবন্ধুর অসাপ্ত আতœজীবনী, বঙ্গবন্ধুর আমার দেখা নয়াচীন, বাংলাদেশের সংবিধানসহ ৩৭টি বই প্রদান করেন।