কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট পুনরায় গ্রেফতার : মুখপাত্র

499

বিশকেক, (কিরগিজস্তান), ১০ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতম্বায়েভকে শনিবার পুনরায় গ্রেফতার করা হয়েছে।
তার এক মুখপাত্র জানান, প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠানের পর সুরন্বে জীনবেকভ নির্বাচন পরবর্তী অস্থিরতা নিয়ন্ত্রণ প্রচেষ্টায় বেশ কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদকে মুক্তি দেওয়া দেয়।
আতামবায়েভের ওই মুখপাত্র কুন্দুজ জোলডুবায়েভা টেলিফোনে এএফপিকে বলেন, বিশেষ বাহিনী সাবেক প্রেসিডেন্টের প্রাঙ্গনে অতর্কিতে এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ‘কারা সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করেছেন।’ জানান ঐ মুখপাত্র।