বাসস দেশ-১২ : জনগণ উন্নতির সুফল পাচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

305

বাসস দেশ-১২
ইসমাত আরা- আহবান
জনগণ উন্নতির সুফল পাচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
যশোর, ৩ আগস্ট, ২০১৮ (বাসস) : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
তিনি আজ যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যোগাযোগ, বিদ্যুৎ, কৃষিসহ সবক্ষেত্রেই উন্নতির সুফল জনগণ পাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, চেয়ারম্যান আব্দুস সামাদ এবং কেশবপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল এসময় উপস্থিত ছিলেন।
পরে ইসমাত আরা সাদেক উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা ও বসুন্তিয়া গ্রামে গণসংযোগ করেন।
বাসস/সবি/কেসি/১৯৫৫/এবিএইচ