বাসস দেশ-১০ : বিএসএমএমইউয়ে ‘কোভিড ১৯ মহামারীতে প্যালিয়েটিভ কেয়ার : বাংলাদেশ গাইডলাইন’ বইয়ের মোড়ক উন্মোচন

293

বাসস দেশ-১০
প্যালিয়েটিভ কেয়ার-মোড়ক উন্মোচন
বিএসএমএমইউয়ে ‘কোভিড ১৯ মহামারীতে প্যালিয়েটিভ কেয়ার : বাংলাদেশ গাইডলাইন’ বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা, ১০ অক্টোবর, ২০২০ (বাসস): বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উপলক্ষে ‘কোভিড ১৯ মহামারীতে প্যালিয়েটিভ কেয়ার : বাংলাদেশ গাইডলাইন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যালিয়েটিভ মেডিসন বিভাগের উদ্যোগে ডা. মিল্টন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারে দিবসটির প্রতিপাদ্য- ‘আমার যতœ-আমার স্বস্তি।নিরাপদ জন্মের সাথে সাথে নিরাপদ মৃত্যুকে নিশ্চিত করা আজ সময়ের দাবি’।
প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান।
অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক ডা.এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, চীফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৬৩০/-অমি