বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসিমউদ্দিন মালিথার ইন্তেকাল

259

ঢাকা, ১০ অক্টোবর, ২০২০ (বাসস) : বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসিমউদ্দিন মালিথা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
তিনি আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বয়স হয়েছিল ৭৪ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিজ জেলা সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাদ মাগরিব নামাজে জানাযা শেষে বিসিক ও বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ারেসিয়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
নাছিমউদ্দিন মালিথা একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি চ্যানেল আই’র অ্যাসিসট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথার বাবা।