সুদানে বন্যার কারণে ১ কোটিরও বেশী লোক পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে: জাতিসংঘ

336

জাতিসংঘ, ১০ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : সুদানে কয়েক শত জলাধার বন্যায় উপচে পড়ায় এবং হাজার হাজার ল্যাট্রিন পানিতে ডুবে যাওয়ায় ১ কোটিরও বেশী লোক পানিবাহিত রোগের সংক্রমন ঝুঁকির মধ্যে রয়েছে। জাতিসংঘের এক মুখপাত্র শুক্রবার এ কথা বলেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, “ম্যালেরিয়া ও অন্যান্য রোগের সংক্রমন বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে, শস্য তোলার আগ মুহূর্তে বন্যায় হাজার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ইতোমধ্যেই খাদ্য সুরক্ষা পরিস্থিতি ভঙ্গুর হয়ে পড়েছে।”
দুজারিক বলেন, “অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কারণে সুদানে ইতোমধ্যেই মানবিক সহযোগিতা দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মানবিক সহায়তা সংস্থা এ পর্যন্ত ৪ লাখের বেশী লোকের কাছে পৌঁছাতে পেরেছে-তবে অর্থায়ন সীমিত হওয়ায় সহায়তা কর্মীদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সুদানের জন্য ১৬০ কোটি ডলার মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছিল, সাহায্য পাওয়া গেছে অর্ধেকেরও কম।”
প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৭৫ হাজারের বেশী লোকের মানবিক সহযোগিতা প্রয়োজন। জুলাইয়ে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত ১৫০ লোক প্রাণ হারিয়েছে।