বাসস বিদেশ-১০ : সহযোগীদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আফগানিস্তান ছাড়বে ন্যাটো : মহাসচিব

335

বাসস বিদেশ-১০
ন্যাটো-আফগান-যুদ্ধ
সহযোগীদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আফগানিস্তান ছাড়বে ন্যাটো : মহাসচিব
ব্রাসেলস, ৯ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় দিনের আগে মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করার পরে ন্যাটো বৃহস্পতিবার দৃঢ়তার সঙ্গে বলেছে, তার সদস্যরা আফগানিস্তান কখন ছেড়ে যাবে সে বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবে।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ জোটের দীর্ঘদিনের অবস্থানের পুনরাবৃত্তি করে জানান, আফগানিস্তানে অবস্থার উন্নতি হলেই কেবল তাদের মিশন শেষ হবে।
উত্তর ম্যাসেডোনিয়ার প্রধানমন্ত্রী জোড়ান জায়েভের সাথে আলোচনার পরে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা একসাথে আফগানিস্তানে আসার সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেব এবং যথা সময়ে আমরা আফগানিস্তান ছেড়ে যাবো।’
আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বুধবার টুইটারে নাটকীয়ভাবে আমেরিকার দীর্ঘতম যুদ্ধাবসানের সময়সীমা বেঁধে দেন।
৯/১১ সন্ত্রাসী হামলার জের ধরে তালেবানদের পরাস্ত করার লক্ষ্যে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো আফগানিস্তান প্রবেশ করে।
বাসস/অনু-জেজেড/২২০০/-স্বব