বাসস ক্রীড়া-১০ : হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন ওয়ার্নার

101

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-আইপিএল
হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন ওয়ার্নার
দুবাই, ৯ অক্টোবর, ২০২০ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবার আগে হাফ-সেঞ্চুরিতে, হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
গতরাতে চলমান টুর্নামেন্টের ২২তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪০ বলে ৫২ রান করেন সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ওয়ার্র্নার। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্য্যান হিসেবে ৫০তমবারের মত হাফ-সেঞ্চুরির স্বাদ পান তিনি। এখন পর্যন্ত আইপিএলে ৪৬টি হাফ-সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। তাই ৫০বার ইনিংসে হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া হয়েছে তার।
ওয়ার্নারের রেকর্ড স্পর্শ করার পেছনে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ৪২ ইনিংসে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি। ৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরি।
এই তালিকার তৃতীয়স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। দু’জনই ৩৯ ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন। রায়না-রোহিত ১টি করে সেঞ্চুরি ও ৩৮টি করে হাফ-সেঞ্চুরি করেছেন।
বাসস/এএমটি/১৯১০/স্বব