‘নারীদের সম্মান করুন’, সত্যিকারের মানুষ হওয়ার আহবান ক্রিকেটারদের

224

ঢাকা, ৯ অক্টোবর, ২০২০ (বাসস) : গত কয়েকদিন ধরে দেশে বেড়ে গেছে ধর্ষণ, যৌন হয়রানি, নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। এতে প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। ধর্ষক ও নারী নির্যাতনকারীদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছেন সকলে। এবার একই ভিডিও বার্তায় সেই প্রতিবাদে শামিল হলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টুয়েন্টি দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ, সাবেক নেতা-উইকেরক্ষক মুশফিকুর রহিম ও ওপেনার সৌম্য সরকার।
টেস্ট অধিনায়ক মোমিনুল বলেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’
নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তামিম, ‘নিজ নিজ পরিবারের নারীর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’
মাহমুদুল্লাহ বলেন, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং মুখোশ খুলে দেই।’
নারীদের প্রতি সম্মানের অনুরোধ করে মুশফিক বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’
সৌম্যর বলেছেন, ‘নারীকে সম্মান করুন এবং সত্যিকারের মানুষ হোন।’
ধর্ষক ও নারী নির্যাতনকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।