বাসস দেশ-১০ : যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

101

বাসস দেশ-১০
ইয়াবা উদ্ধার-গ্রেফতার
যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা, ৯ অক্টোবর, ২০২০ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো: ইসমাইল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে সাড়ে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্র্পোলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সবি/এমএমবি/১৭০০/-অমি