বাসস বিদেশ-৫ : শান্তি আলোচনার জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ পুতিনের

124

বাসস বিদেশ-৫
আর্মেনিয়া-আজারবাইজান-সংঘাত-কারাবাখ
শান্তি আলোচনার জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ পুতিনের
শুশা (আজারবাইজান), ৯ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার শান্তি আলোচনার জন্য মস্কো সফরে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছেন, মানবিক কারণে নগর্নো-কারাবাখে যুদ্ধ বন্ধ করা উচিত। খবর এএফপি’র।
আজারবাইজান ও জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধের কোন লক্ষণ না দেখা দেয়ার পর পুতিন এমন আমন্ত্রণ জানালেন। সেখানে এ লড়াইয়ে ইতোমধ্যে কয়েকশ’ মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হচ্ছে।
ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে পুতিন বলেন, ‘৯ অক্টোবর মস্কো সফরে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে।’
ক্রেমলিনের ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘রাশিয়ার প্রেসিডেন্ট মৃত দেহ এবং বন্দি বিনিময়ের উদ্দেশ্যে বিভিন্ন মানবিক কারণে নগর্নো-কারাবাখে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন।’
এদিকে লড়াই অব্যাহত থাকায় ইরাভান এ দু’দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে কোন আলোচনার প্রস্তাব প্রত্যাখান করে আসছেন।
বাসস/এমএজেড/১৪১৫/-আসাচৌ