বাসস বিদেশ-৯ : শ্রীলঙ্কা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তেল ট্যাঙ্কারের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছে

193

বাসস বিদেশ-৯
শ্রীলঙ্কা- মেরিটাইম
শ্রীলঙ্কা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তেল ট্যাঙ্কারের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছে
কলম্বো, ৮ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : শ্রীলঙ্কা উপকূলে তেল ট্যাংকারে অগ্নিকান্ডে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ সুপারট্যাঙ্কারের গ্রীক অধিনায়ককে তেল ছড়িয়ে পড়া ও দ্বীপের পানিতে পরিবেশগত ক্ষয়ক্ষতির রিপোর্ট দিতে ব্যর্থ হওয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে। খবর এএফপি’র।
পানামায় নিবন্ধিত নিউ ডায়মন্ড, ৩ সেপ্টেম্বর আগুন লাগার সময় কুয়েত থেকে ২লাখ ৭০হাজার টন অপরিশোধিত তেল নিয়ে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের পাশ দিয়ে ভারতে যাচ্ছিল ।
দমকলকর্মীরা আগুন নেভাতে সফল হয়। অপরিশোধিত তেলও সুরক্ষিত ছিল। তবে ট্যাংকারের কিছু জ্বালানী তেল লিক করে।
ইন্জিনরুমের বয়লার বিস্ফোরণে একজন ক্রু নিহত হন। অধিনায়কসহ বাকি ২২ জন ক্রুকে উদ্ধার করা হয় ও তারা বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের মালিকরা শ্রীলঙ্কার কাছে অগ্নিকান্ডের জন্য দাবিকৃত ২ দশমিক ৩৮ মিলিয়ন ডলার দিয়ে দিলে ক্ষতিগ্রস্থ ওই ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র খোর্ফাকান বন্দরে টেনে আনা হয়।
অ্যাটর্নি-জেনারেল ড্যাপুলা ডি লিভেরা স্টিরোজ আইলাস কার্দানীর বিরুদ্ধে কলম্বো হাইকোর্টে দুটি মামলা দায়ের করেছেন, যাতে সর্বোচ্চ ২০ মিলিয়ন রুপি (১০৮,০০০মার্কিন ডলার) জরিমানার বিধান রয়েছে।
শুনানির তারিখ এখনও ঘোষিত হয়নি।
বাসস/অনু- জেজেড/২০৩৩/ কেএমকে