বাসস ক্রীড়া-১৩ : ইনজুরি নিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করলেন জকোভিচ

110

বাসস ক্রীড়া-১৩
টেনিস-ফ্রেঞ্চ ওপেন
ইনজুরি নিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করলেন জকোভিচ
প্যারিস, ৮ অক্টোবর ২০২০ (বাসস) : বাঁ-ঘাড়ের ব্যাথা নিয়ে ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার-ফাইনাল খেলতে নেমেছিলেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। ইনজুরি নিয়ে শেষ আটের লড়াই জিতেছেন তিনি। উঠেছেন সেমিফাইনালে।
১৭তম বাছাই স্পেনের পাবলো কারেনো বুস্তাকে ৩-১ সেটে হারিয়েছেন জকোভিচ। ৩ ঘন্টা ১০ মিনিট লড়াই করে ৪-৬, ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে ম্যাচটি জিতেন একবার ফরাসি ওপেনের শিরোপা জয় করা জকোভিচ।
কোর্টে নামার আগে ঘাড়ে টেপ লাগিয়ে খেলতে নামেন জকোভিচ। খেলার বিরতিতে বাঁ-ঘাড়ে ম্যাসেজ করতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত লড়াইয়ে জিতলেন জকোভিচ।
২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করা জকোভিচ ম্যাচ শেষে বলেন, ‘ ঘাড় ও কাঁধে ইনজুরি সমস্যায় ভুগেছি আমি। খেলতে সমস্যা হয়েছে। আমি এখনও টুর্নামেন্টে টিকে আছি, এটাই বড় কথা।’
জকোভিচের ইনজুরি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বুস্তা, ‘জকোভিচের ইনজুরি নিয়ে সন্দেহ আছে আমার। সব সময় কোর্টে খেলার সময় বেশি করে হাত-ঘাড় নড়িয়ে থাকেন তিনি। গত বছরও এমন করেছিলেন তিনি। আমি জানি না সত্যিই কি তার ব্যথা আছে, না-কি অন্য কোন সমস্যা।’
সেমিতে জকোভিচের প্রতিপক্ষ পঞ্চম বাছাই গ্রিসের স্টেফানোস তিসতিপাস ।
প্রথমবারের মত ফ্রেঞ্চ ওপেনের সেমিতে ওঠা তিসতিপাস ৭-৫, ৬-২ ও ৬-৩ গেমে ১৩তম বাছাই রাশিয়ার এন্ড্রি রুবলেভকে প রাজিত করেন।
বাসস/এএমটি/১৮২৮/স্বব