বাসস ক্রীড়া-৬ : ধোনির চেন্নাইকে হারিয়ে তৃতীয়স্থানে কলকাতা

108

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-আইপিএল
ধোনির চেন্নাইকে হারিয়ে তৃতীয়স্থানে কলকাতা
আবু ধাবি, ৮ অক্টোবর ২০২০ (বাসস) : আবারো হারের বৃত্তে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরের ২১তম ম্যাচে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ রানে হারলো চেন্নাই।
এই জয়ে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয় স্থানে কলকাতা। ৬ খেলায় ৪ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে চেন্নাই।
গতরাতে আবু ধাবিতে টস জিতে ব্যাটিংএ নেমে পঞ্চম ওভারেই ওপেনার শুভমান গিলকে হারায় কলকাতা। ১১ রান করেন তিনি। গিলের মত দলের পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিলেও এক প্রান্ত আগলে কলকাতাকে লড়াকু সংগ্রহের পথ দেখান ওপেনার রাহুল ত্রিপাটি।
১৭তম ওভারে গিয়ে থামেন তিনি। ৫১ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৮১ রান করেন এবারের আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ত্রিপাটি। এতে ২০ ওভারে ১৬৭ রানে অলআউট হয় কলকাতা। চেন্নাইয়ের ওয়েস্ট ইন্ডিজ পেসার ডোয়াইন ব্রাভো ৩টি উইকেট নেন।
১৬৮ রানের লক্ষ্যে ১২ ওভার পর্যন্ত জয়ের পথেই ছিলো চেন্নাই। ১ উইকেটে ৯৯ রান তুলেছিলো তারা। এরপর ৩০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে পথ হারায় চেন্নাই। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি চেন্নাই।
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার শেন ওয়াটসন ৪০ বলে ৫০, আম্বাতি রাইদু ২৭ বলে ৩০ ও রবীন্দ্র জাদেজা ৮ বলে অপরাজিত ২১ রান করেন।
ম্যাচ সেরা হয়েছেন কলকাতার ত্রিপাটি।
বাসস/এএমটি/১৬৪০/স্বব