সিপিএলে খেলবে পাকিস্তানের ১১ জন খেলোয়াড়

423

লাহোর, ৩ আগস্ট, ২০১৮ (বাসস) : শর্তসাপেক্ষে আসন্ন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজ দেশের খেলোয়াড়দের খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির শর্ত হলো, পরবর্তী আন্তর্জাতিক সিরিজের আগে দলে থাকা খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দিতে হবে। এই শর্ত দিয়ে ১১ জন ক্রিকেটারকে অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করেছে পিসিবি।
১১জন খেলোয়াড় হলেন, শহীদ আফ্রিদি-শোয়েব মালিক-ওয়াহাব রিয়াজ-সোহেল তানভীর-মোহাম্মদ ইরফান-মোহাম্মদ সামি-জুনায়েদ খান-রুম্মন রইস-হুসাইন তালাত-ইমাদ ওয়াসিম-শাদাব খান।
সিপিএল টি-২০ টুর্নামেন্টে জ্যামাইকা তালাওয়াসে খেলবেন আফ্রিদি-ওয়াসিম, বার্বাডোজের হয়ে অংশ নিবেন ওয়াহাব- জুনায়েদ-ইরফান, সেন্ট লুসিয়ার জার্সি গায়ে জড়াবেন সামি-রুম্মন-তালাত, গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে নিয়েছে মালিক-তানভীরকে এবং ত্রিনিবাগো নাইট রাইডার্সে খেলবেন শাদাব।
আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে সিপিএলের ষষ্ঠ আসর। ফাইনাল হবে ১৬ সেপ্টেম্বর।