বাসস রাষ্ট্রপতি-১ : রাষ্ট্রপতির সঙ্গে উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

229

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি-রাষ্ট্রদূত-সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৭ অক্টোবর, ২০২০ (বাসস) : উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, উজবেকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতি এ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা প্রদান করেন।
উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এএএ/২১৩৫/আরজি