বাসস দেশ-২১ : দেশের প্রধান নদ-নদীর পানি কমছে

101

বাসস দেশ-২১
নদ-নদী-পরিস্থিতি
দেশের প্রধান নদ-নদীর পানি কমছে
ঢাকা, ৭ অক্টোবর, ২০২০ (বাসস) : উত্তরÑপূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা ছাড়া দেশের প্রধান নদ-নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের পর্যবেক্ষণাধীণ ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ৩৪ টির, হ্রাস ৬১ টির, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১ টি এবং বিপদসীমার উপর স্টেশনের সংখ্যা ১ টি এবং অপরিবর্তিত রয়েছে ৬ টি।
গত ২৪ ঘন্টায় সারাদেশে বৃষ্টিপাত হয়েছে, মহেশখোলা ২৮৩ মিলিমিটার, দূর্গাপুর ১৫৫ মিলিমিটার, ছাতক ১৩০ মিলিমিটার, সুনামগঞ্জ ১২৮ মিলিমিটার, নাকুয়াগাঁও ১১০ মিলিমিটার ও নঁওগা ৮৪ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৮২৫/-কেজিএ