বাসস ক্রীড়া-৪ : লিভারপুলের শাকিরি করোনা পজিটিভ

119

বাসস ক্রীড়া-৪
ফুটবল-করোনা
লিভারপুলের শাকিরি করোনা পজিটিভ
লন্ডন, ৭ অক্টোবর ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের মিডফিল্ডার জার্দান শাকিরি। সুইস ফুটবল ফেডারেশন গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।
২৮ বছর বয়সী শাকিরি বর্তমানে আন্তর্জাতিক দায়িত্ব পালনে সুইজারল্যান্ড দলের সাথে আছেন। তবে তাকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।
থিয়াগো আলচানতারা ও সাদিও মানের পর লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে চলতি সপ্তাহে শাকিরি করোনা পজিটিভ হলেন।
এবারের মৌসুমে রেডসদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন শাকিরি। গত ২৪ সেপ্টেম্বর লিগ কাপে লিনকনের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই সুইস মিডফিল্ডার। ৭-২ গোলের জয়ের ম্যাচটিতে ৯ মিনিটে প্রথম গোল করে তিনি লিভারপুলকে এগিয়ে দেন। তবে প্রিমিয়ার লিগের কোন ম্যাচে তিনি এবার এখনো পর্যন্ত খেলেননি। সুইস এফএ এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে পুরো বিষয়টি পর্যবেক্ষন করা হচ্ছে।
সুইজারল্যান্ডে কোন ব্যক্তির মধ্যে উপস্বর্গ দেখা দেবার সাথে সাথে তাকে অন্তত ১০ দিনের জন্য আইসোলেশনে যেতে হবে।
বুধবার প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। এরপর ১০ ও ১৩ অক্টোবর নেশন্স লিগে স্পেন ও জার্মানীর মোকাবেলা করবে।
বাসস/নীহা/১২৫৫/স্বব