বাসস ক্রীড়া-২ : আন্তর্জাতিক ম্যাচের আগে ফ্রান্স দলে করোনার হানা

158

বাসস ক্রীড়া-২
ফুটবল-করোনা
আন্তর্জাতিক ম্যাচের আগে ফ্রান্স দলে করোনার হানা
প্যারিস, ৭ অক্টোবর ২০২০ (বাসস) : আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে ফ্রান্স জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। তবে দু:সংবাদ সেখানেই জাতীয় দলের রাইট-ব্যাক লিও ডুবোয়িসের দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছ।
সামনে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় দলের কোচ দিদিয়ের দেশ্যমের ডাকা অনুশীলন ক্যাম্পের আগে সব খেলোয়াড়কেই করোনা পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু সেই পরীক্ষায় ডুবোয়িস নেগেটিভ হয়েছিলেন। অনুশীলন সেশন শুরু করার আগে আরো একদফা পরীক্ষার পর তার দেহে করোনা সনাক্ত হয়েছে। ফেডারেশন জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলন সেশনের পর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে লিও ডুবোয়িসকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ইতোমধ্যেই লিঁওর এই ডিফেন্ডারের জায়গায় রিয়াল মাদ্রিদের ফারল্যান্ড মেন্ডিকে দলে ডাকা হয়েছে।
আগামী বুধবার ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর রোববার নেশন্স লিগের ম্যাচে প্যারিসে পর্তুগালকে আতিথ্য দিবে দেশ্যম বাহিনী। এরপর ১৪ অক্টোবর ক্রোয়েশিয়া সফরে যাবে।
বাসস/নীহা/১২৫০/স্বব