ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার করোনায় আক্রান্ত

398

ওয়াশিংটন, ৭ অক্টোবর, ২০২০(বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার হোয়াইট হাউস এক কর্মকর্তা এ খবর জানান।
মিলার এক বিবৃতিতে বলেন, ‘গত পাঁচদিন ধরে আমি বিচ্ছিন্ন থেকে কাজ করে যাচ্ছি। গতকাল পর্যন্ত প্রতিদিনের পরীক্ষায় করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। আজ করোনা পজিটিভ। আমি এখন কোয়ারেন্টাইনে আছি।’
মিলারের স্ত্রী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের যোগাযোগ পরিচালক কেটি মিলার মে মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ।
হোয়াইট হাউসে সর্বশেষ মিলার করোনায় আক্রান্ত হলেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হন।