বাসস ক্রীড়া-১৯ : কোয়ার্টার ফাইনালে জকোভিচ

188

বাসস ক্রীড়া-১৯
টেনিস-ফ্রেঞ্চ ওপেন
কোয়ার্টার ফাইনালে জকোভিচ
প্যারিস, ৬ অক্টোবর ২০২০ (বাসস) : ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। সরসারি সেটে জকোভিচ হারিয়েছেন ১৫তম বাছাই রাশিয়ার কারেন কাচানভকে ।
প্রথম সেট ৬-৪ গেমে জিতে ম্যাচ শুরু করেন জকোভিচ। দ্বিতীয় সেটেও কাচানভাকে সুযোগ দেননি তিনি। ৬-৩ গেমে জিতে শেষ আটে এক পা দিয়েই রাখেন মাত্র একবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করা জকোভিচ। ৬-৩ গেমে তৃতীয় ও শেষ সেট জিতে ম্যাচের ইতি টানেন তিনি।
২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করা জকোভিচ, দ্বিতীয়বারের মত ফরাসি ওপেনের ট্রফি ঘরে তুলতে মরিয়া। তিনি বলেন, ‘মাত্র একবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছি। এই আসরটি আমাকে বেশি আনন্দ দিতে পারেনি। তবে এবার সাফল্য নিয়েই ঘরে ফেরার পণ করেছি।’
শেষ আটে জকোভিচের প্রতিপক্ষ ১৭তম বাছাই স্পেনের পাবলো কারিনো বুস্তা। শেষ ষোলেতে অবাছাই জার্মানির ড্যানিয়েল অল্টমায়ারকে ৬-২, ৭-৫ ও ৬-২ গেমে হারান বুস্তা।
আগের ম্যাচেই অঘটন ঘটিয়েছিলেন অল্টমায়ার। সপ্তম বাছাই ইতালির মাত্তেয়ো বেরেত্তিনিকে ৬-২, ৭-৬ (৭/৫) ও ৬-৪ গেমে হারিয়ে দেন র‌্যাংকিংএর ১৮৬ নম্বরে থাকা অল্টমায়ার।
বাসস/এএমটি/২০০৮/স্বব