বাসস ক্রীড়া-২ : উরুর ইনজুরির কারণে মাঠের বাইরে জোর্দি আলবা

96

বাসস ক্রীড়া-২
ফুটবল-ইনজুরি
উরুর ইনজুরির কারণে মাঠের বাইরে জোর্দি আলবা
মাদ্রিদ, ৬ অক্টোবর. ২০২০ (বাসস) : উরুর ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে গেছেন বার্সেলোনার স্প্যানিশ লেফট-ব্যাক জর্ডি আলবা। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন এ ব্যপারে বার্সেলেনোর পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। সেভিয়ার বিপক্ষে সোমবার লা লিগার ম্যাচে আলবা উরুতে আঘাত পান। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন পরীক্ষার পর আলবার ডান উরুর পেশীতে ইনজুরি ধরা পড়েছে। যে কারনে আগামী কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে। এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কবে তিনি ফিরতে পারেন।’
ইনজুরির কারনে ম্যাচের ৭৫ মিনিটে মাঠ ত্যাগে বাধ্য হন আলবা। তার পরিবর্তে ১৯ বছর বয়সী মার্কিন ডিফেন্ডার সার্জিনো ডেস্টের অভিষেক হয়েছে। প্রথম কোন মার্কিন খেলোয়াড় হিসেবে ডেস্ট বার্সেলেনোয় খেলার সুযোগ পেলেন।
লিগের পরবর্তী ম্যাচে বার্সেলেনো আগামী ১৮ অক্টোবর গেতাফের মুখোমুখি হবে।
বাসস/নীহা/১৬২৫/স্বব