বাসস দেশ-৩৫ : ইঞ্জিনচালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযানে ৭ মামলা

217

বাসস দেশ-৩৫
ডিএসসিসি-অভিযান
ইঞ্জিনচালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযানে ৭ মামলা
ঢাকা, ৫ অক্টোবর, ২০২০ (বাসস) : ইঞ্জিনচালিত অবৈধ রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে ৭টি রিক্সা আটক করে ডাম্প করাসহ মামলা দায়ের করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ধানমন্ডি-২ ও জিগাতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ইঞ্জিন-মোটরচালিত এসব রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
আগামীকাল হাজারীবাগ এলাকায় অবৈধ ইঞ্জিন ইঞ্জিনচালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ফরাসগঞ্জস্থ লালকুঠি হলের সীমানার অভ্যন্তর এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে তিনি একটি হোটেল, তিনটি ছোট দোকান, একটি পেঁয়াজের আড়ৎ, একটি রান্নাঘর উচ্ছেদ করেন। এরপর অভিযান সৃষ্ট মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে দেন। স্থানীয় কাউন্সিলরসহ কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মালামাল ১ লাখ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
বাসস/সবি/এমএসএইচ/২১১৫/এবিএইচ