বাসস দেশ-৩১ : সরকার উন্নত দেশগুলোর আদলে শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে : শিল্পমন্ত্রী

191

বাসস দেশ-৩১
শিল্পমন্ত্রী – আলোচনা
সরকার উন্নত দেশগুলোর আদলে শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে : শিল্পমন্ত্রী
ঢাকা, ৫ অক্টোবর, ২০২০ (বাসস) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বর্তমান সরকার উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশেও শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
তিনি আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম বিশ্ব শিক্ষক দিবস-২০২০ উপলক্ষে এই সভার আয়োজন করে।
শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি মো. সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম. ফারুক ও সংসদ সদস্য হাবিবা রহমান খান।
শিল্পমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিকে যৌক্তিক উল্লেখ করে শিক্ষক সমাজের এ দাবি সময় মতো জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস প্রদান করেন।
বাসস/সবি/জেডআরএম/২০৩২/এএএ