ভোলায় পুলিশের তৎপরতায় স্বজনদের ফিরে পেল শিশু কাওসার

241

ভোলা, ৫ অক্টোবর ২০২০ (বাসস) : জেলার লালমোহন থানার পুলিশের তৎপরতায় স্বজনরা ফিরে পেল হারিয়ে যাওয়া শিশু কাওসার (৭)।
আজ সোমবার দুপুরে শিশুটিকে তার নানী রিনা বেগমের কাছে হস্তান্তর করে পুলিশ। এর আগে রোববার দিবাগত সোমবার রাত ১২ টার দিকে উপজেলার গজারিয়াবাজার এলাকা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। তার পিতার মৃত আনোয়ার।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, শিশুটির বাবা আনোয়ার কয়েকবছর আগে মারা যান। মায়ের অন্যত্র বিয়ে হওয়াতে শিশুটি তার নানাবাড়িতে বসবাস করে। রোববার সন্ধ্যার পর সে তার নানির সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়।পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ গতরাতে গজারিয়া বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় এনে তাদের হেফাজতে রাখে।
ওসি জানান, শিশুটি তার বাবা-মা, ভাই, নানা-নানী ও মামার নাম জানলেও ঠিকানা বলতে পারেনা। পরে পুলিশ শিশুটিকে নিয়ে লালমোহন উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরতে বের হয় যাতে সে এলাকা দেখে চিনতে পারে। দুপুরে শিশুটিকে নিয়ে কালমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় গেলে বাড়ির সামনের একটি ব্রীজ দেখে সে তার নানার বাড়ি চিনতে পারে।
পরে পুলিশ সদস্যরা তার নানার বাড়ি (করিমউদ্দিন ফরাজী বাড়ি) গিয়ে নানী রিনা বেগমের জিম্মায় শিশু কাওসারকে দিয়ে আসেন।