বাজিস-৮ : ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে একলাখ টাকা জরিমানা

206

বাজিস-৮
ফেনী- জরিমানা
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে একলাখ টাকা জরিমানা
ফেনী, ৫ অক্টোবর ২০২০ (বাসস) : জেলার সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে চিটাগাং বেকারী নামে একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুর ২টার দিকে জেলা সদরের তেমুহনীতে প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।
সোহেল চাকমা জানান, অভিযানকালে দেখা যায় বেকারীর পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করে পাউরুটি, বিস্কুট এবং চানাচুর তৈরি করা হচ্ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই বেকারীকে এলাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিককে পরিবেশ উন্নতকরণ ও নিয়মানুযায়ী খাদ্যদ্রব্য তৈরির নির্দেশ দেয়া হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০১৮/এমকে