ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিক

226

ঢাকা, ৫ অক্টোবর ২০২০ (বাসস) : জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ইউনিসেফর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে ইউনিসেফ জানায়, ‘মুশফিকুর রহিম বাংলাদেশে দূত হিসেবে ইউনিসেফে যোগদান করায় আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শিশু অধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তার সম্মান, মেধা ও উপস্থিতি দিয়ে সারা বাংলাদেশের মানুষের হৃদয় ও মনে জায়গা করে নিতে পারবেন তিনি।’
এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘বাংলাদেশের শিশু অধিকারে উন্নতি কল্পে আমি মানুষকে উৎসাহিত করবো। ইউনিসেফের সঙ্গে শিশুদের নিরাপদ, সুখী ও সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত। আমি আশা করি সব শিশুর জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার এই যাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন। আসুন সব শিশুর জন্য উপযুক্ত একটি বাংলাদেশ সৃষ্টি করি।’
২০১৩ সাল থেকে সারা দেশে শিশুদের অধিকারের জন্য ইউনিসেফের সাথে জাতীয় দূত হিসেবে কাজ করে আসছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।