বাসস দেশ-১ : গৃহবধূকে পাশবিক নির্যাতনের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

124

বাসস দেশ-১
গৃহবধূ-শ্লীলতাহানি-গ্রেফতার
গৃহবধূকে পাশবিক নির্যাতনের ঘটনায় আরও দু’জন গ্রেফতার
ঢাকা, ৫ অক্টোবর, ২০২০(বাসস): নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে পাশবিক নির্যাতনের চেষ্টা ও শ্লীলতাহানি এবং ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ সোমবার ভোরে ঢাকায় অভিযান চালিয়ে বাদলকে ও নারায়ণগঞ্জ থেকে দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে.কর্ণেল আশিক বিল্লাহ বাসস’কে এ তথ্য জানান।
আজ দুপুরে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য,২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে পাশবিক নির্যাতনের চেষ্টা ও শ্লীলতাহানি করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ তরুণ। ঘটনার ৩২দিন পর রোববার (৪ অক্টোবর) দুপুরে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় রোববার রাতেই দুটি মামলা হয়েছে। এর মধ্যে দুজনকে আটকও করা হয়েছে।
বাসস/এএসজি/এমএমবি/১২০০/-আসাচৌ