বাজিস-১ : মুজিববর্ষে কুমিল্লার হোমনায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

210

বাজিস-১
কুমিল্লা-মুজিববর্ষে সড়ক
মুজিববর্ষে কুমিল্লার হোমনায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন
কুুমিল্লা (দক্ষিণ), ৫ অক্টোবর, ২০২০, (বাসস): জেলার হোমনায় আজ সোমবার সকাল ৯টায় ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নিবার্হী কমকর্তা রুমন দের সভাপতিত্বে উপজেলা পরিষদের অভ্যন্তরীণ ভাঙা রাস্তায় পিচ ঢালাই দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। পরে একটি একটি র‌্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে হোমনা উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বাসসকে বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে। উপজেলার ২৫ কিলোমিটার রাস্তা সংস্কারের লক্ষ্যমাত্রা রয়েছে। পুরো অক্টোবর মাস জুড়েই সড়ক সংস্কারের এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।
বাসস/সংবাদদাতা/১০০৫/নূসী